৫৪ লাখ টন জ্বালানি তেল কিনবে বিপিসি - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

৫৪ লাখ টন জ্বালানি তেল কিনবে বিপিসি

নিজস্ব প্রতিবেদক : আগামী বছরে ৫৪ লাখ টন জ্বালানি তেল আমদানিতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) অনুমতি দিয়েছে সরকার। আজ বুধবার বিপিসিকে এ অনুমোদন দেয় অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিইএ)।

৫৪ লাখ টন জ্বালানির মধ্যে বিভিন্ন দেশের কাছ থেকে সরকার-সরকার চুক্তির অধীনে ৩৮ লাখ ৬০ হাজার টন পরিশোধিত তেল কিনবে। আর সৌদি আরবের আরামকো ও আবুধাবির ন্যাশনাল অয়েল কোম্পানি থেকে বাকি ১৬ লাখ টন অপরিশোধিত তেল কিনবে বিপিসি।

চলতি বছরের জানুয়ারি-জুনের মধ্যে ৭ লাখ ৯১ হাজার টন অপরিশোধিত তেল আমদানি করেছে বিপিসি। একই সময়ে ২৭ লাখ ৯০ হাজার পরিশোধিত তেল আমদানি করেছে সংস্থাটি। পরিশোধিত তেলের মধ্যে আছে ডিজেল, জেট ফুয়েল, অকটেন ও ফার্নেস অয়েল।

advertisement 4

বিপিসি সূত্রে জানা গেছে, দেশে জ্বালানি তেলের মোট বার্ষিক ব্যবহারের ৬৩ শতাংশ ব্যবহার হয় পরিবহন খাতে। বাকি তেল সেচ, বিদ্যুৎ উৎপাদন ও শিল্প খাতে ব্যবহার হয়। বাংলাদেশে বার্ষিক প্রায় ৬৫ লাখ টন জ্বালানি তেলের চাহিদা রয়েছে। দেশের মোট চাহিদার ৯০ শতাংশ জ্বালানি তেলই আমদানি করা হয়।

 

Comment here