ভারতীয় মুদ্রার মান তলানিতে - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

ভারতীয় মুদ্রার মান তলানিতে

মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার মান তলানিতে ঠেকেছে। বুধবার (১৯ অক্টোবর) মুদ্রাটির রেকর্ড দরপতন হয়েছে। ডলারপ্রতি ভারতীয় রুপির বিনিময়মূল্য ৮২ দশমিক ৭৭ ডলারে নেমে এসেছে।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে ব্যাংকখাতের সঙ্গে সংশ্লিষ্ট একজন বলেন, ডলারের বিপরীতে রুপির মানের (১ ডলার = ৮২ দশমিক ৪০ রুপির) ওপর বাধ্যবাধ্যকতা তুলে দেয়ার পর, সর্বসাধারণের মধ্যে ডলার কেনার হিড়িক লেগে যায়। এতে ডলারের বিপরীতে রুপির মানের আরও অবমূল্যায়ন ঘটে।

এ ব্যাপারে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) এখন পর্যন্ত কোনো কার্যকরি পদক্ষেপ নেয়নি।

এক ব্যবসায়ী বলেন, দুটি পাবলিক সেক্টর কোম্পানির ডলারের চাহিদা বাড়ায় বাজারে রুপির রেকর্ড পতন হয়েছে।

এদিকে, আইএফএ গ্লোবাল রিসার্চ একাডেমি জানিয়েছে, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ার প্রভাব রুপির মানে পড়েছে। আরবিআই এতদিন সঞ্চয় ব্যয় করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছিল, কিন্তু বর্তমানে তা আর সম্ভব হচ্ছে না। ফোরেক্স রিজার্ভ কমে আসায় আরবিআই ব্যয়ের বিষয়ে সচেতন হচ্ছে।

Comment here